খেলোয়াড়দের জন্য একেবারে প্রয়োজনীয় এক খাবার কলা। সেটি কিনতে গিয়ে কলার বিল কত হতে পারে? ৫০০, ৫ হাজার বা সর্বোচ্চ ৫০ হাজার টাকা? কিন্তু উত্তরাখণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন নাকি দেখিয়েছে একেবারে ৩৫ লাখ রুপি (প্রায় ৪৬ লাখ টাকা)! হ্যাঁ, ভুল পড়েননি—কলার খাতেই লাখ লাখ উড়ে গেছে। আর এই অস্বাভাবিক খরচের অভিযোগেই উত্তরাখণ্ড হাইকোর্ট এবার বিসিসিআইকে জবাবদিহির নোটিশ ধরিয়ে দিয়েছে।ভারতের উত্তরাখণ্ড হাইকোর্ট রাজে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব উত্তরাখণ্ডের (সিএইউ) আর্থিক অনিয়মের অভিযোগে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)-কে নোটিশ জারি করেছে। অভিযোগ উঠেছে—খেলোয়াড়দের খাবারের নামে বিপুল অঙ্কের অর্থ গায়েব করা হয়েছে, যার মধ্যে শুধু কলার খরচ দেখানো হয়েছে প্রায় ৩৫ লাখ রুপি (প্রায় ৪৬ লাখ টাকা)।টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সিএইউর অডিট রিপোর্টে দাবি করা হয়েছে ২০২৪-২৫ অর্থবছরে ক্রিকেট টুর্নামেন্ট...