নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। তাঁর নাম একসময় মডেলিং, অভিনয় আর ওয়েব সিরিজে আধুনিক নারীর প্রতিচ্ছবি হিসেবে আলোচিত ছিল। কিন্তু ২০২৪ সালে একটি মাদককাণ্ডের বিতর্কিত খবরে তাঁর নাম উঠে এলে—সবকিছু বদলে যেতে শুরু করে। সেই সময় সাফা ছিলেন নীরব। অবশেষে দীর্ঘ আট মাস পর এই অভিযোগ নিয়ে মুখ খুললেন তিনি। সম্প্রতি রুম্মান রশীদ খানের ‘বিহাইন্ড দ্য ফ্রেম’ পডকাস্টে অতিথি হয়ে এসে সাফা বলেন:“নিউজটি দেখার পর আমি শকড হয়ে যাই। এটা কী হচ্ছে? আমি নিজেই জানি না কিছু, অথচ খবর হয়ে গেল। এই নিউজগুলো কোনোভাবে যাচাই করা হয়নি, অথচ জীবন থেমে গেল।” তিনি বলেন, এ ধরনের অনভিপ্রেত গুজব ও যাচাইহীন খবর কেবল একজন শিল্পীর ক্যারিয়ার নয়, তার পরিবার, মানসিক স্বাস্থ্য, সমাজে গ্রহণযোগ্যতা—সবকিছুকে প্রশ্নবিদ্ধ করে দেয়। সাফা বলেন,...