বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে ভাঙ্গা উপজেলা কৈডুবি সদরদি এলাকায় রেলপথে গাছের গুড়ি ফেলে বিক্ষোভ করছে তারা। এসময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস নামে একটি ট্রেন মোকসেদপুর এলাকায় আটকা পড়ে। ভাঙ্গা রেলওয়ে সূত্রে জানা যায়, সকাল ৬টার দিকে খুলনা থেকে জাহানাবাদ এক্সপ্রেস ছেড়ে আসলেও ২০ কিলোমিটার দূরে গোপালগঞ্জের মুকসুদপুরে একটি স্টেশনে আটকে রয়েছে৷ ট্রেনটি সকাল ৯টায় পৌঁছানোর কথা ছিল। এছাড়া সকাল ১০টায় ঢাকা থেকে রুপসী বাংলা নামে বেনাপলগামী আরেকটি ট্রেন বন্ধ রয়েছে। এতে তীব্র ভোগান্তির মুখে পড়েছেন খুলনাগামী যাত্রীরা। ভাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টার সাকিবুর রহমান আকন্দ বলেন, খবর পাওয়া মাত্রই বিশৃঙ্খলা...