‘যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে!’ রবি ঠাকুরের এই গানটি কথা আর সুর মিলিয়ে বেশ জনপ্রিয়। তবে এই নির্দেশনা রাজনীতিতে এস্তেমাল করার যোগ্য নয়। রাজনীতি একলা চলার বিষয় নয়। আধুনিক সময় মানুষের জীবনযাপন পদ্ধতিকে জটিল করেছে। সেই সঙ্গে মানুষের চিন্তাজগতের বৈচিত্র্য হয়ে উঠেছে আরও বর্ণাঢ্য। এতো সব চিন্তাকে মেলানো এবং একসঙ্গে ধারণ করতে পারাই রাজনীতির নৈপুণ্য ও কুশলতা। এটাকেই এখন ইনক্লুসিভ পলিটিক্স বা অন্তর্ভুক্তিমূলক রাজনীতি বলে। এর বিপরীতে একলা চলার রাজনীতি এখন অচল। এই একলা চলার অহম, সেটা ব্যক্তির কিংবা দলের হোক, রাজনীতিতে অবশ্যই পরিত্যাজ্য। আমাদের এই দেশে বিশ শতকের ষাট, সত্তর, আশি ও নব্বইয়ের দশকে রাজনীতিতে প্রদর্শনবাদ একটা বড় ইতিবাচক দিক হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু একুশ শতকে এসে এই প্রদর্শনবাদ প্রকটতর হয়ে ওঠায় তা এখন...