২০২৫ সালের ১১ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে সংঘটিত ৯/১১ হামলার ২৪ বছর পূর্ণ হচ্ছে। ২০০১ সালের এই দিনে ছিনতাই করা ৪টি জেটবিমান দ্বারা যুক্তরাষ্ট্রের একাধিক স্থানে আক্রমণ চালানো হয়। হামলার শিকার হয় নিউইয়র্ক সিটির ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ার, ওয়াশিংটন ডিসির পেন্টাগন ভবন এবং পেনসিলভানিয়ার একটি খামার অঞ্চল, যেখানে যাত্রীদের প্রতিরোধে একটি বিমানের ভিন্ন পরিণতি ঘটে। এই ভয়াবহ হামলায় প্রায় ৩,০০০ মানুষের প্রাণহানি ঘটে। ঘটনাটি ইতিহাসে অন্যতম ভয়ঙ্কর হামলা হিসেবে চিহ্নিত হয়ে আছে। পরবর্তীতে এই আত্মঘাতী হামলার দায় স্বীকার করে ওসামা বিন লাদেনের নেতৃত্বাধীন সংগঠন আল-কায়েদা। এই ঘটনার পর আফগানিস্তানে একটি দীর্ঘস্থায়ী যুদ্ধ চালিয়ে যায় যুক্তরাষ্ট্র। এদিকে, ৯/১১-এর স্মরণে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের পুরনো টুইন টাওয়ার স্থলে অবস্থিত ৯/১১ মেমোরিয়াল ও মিউজিয়ামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়াও, নিউইয়র্ক সিটির সেন্ট পল’স...