দীর্ঘদিনের গভীর এবং ঐতিহাসিক সম্পর্ক রয়েছে নেপাল ও ভারতের। সাম্প্রতিক সময় নেপাল ছিল ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশগুলোর একটি। তবে, সেখানে সরকারবিরোধী বিক্ষোভের জেরে প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি পদত্যাগ করেছেন। মূলত সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা আরোপ করার কারনে জনরোষ সৃষ্টি হয়। এই বিক্ষোভে প্রায় ২০ জন মানুষ প্রাণ হারায়। সম্প্রতি বিবিসির একটি রিপোর্টে নেপালের পরিস্থিতি সাউথ এশিয়ায় কীভাবে ভারতের সমস্যা আরও বাড়িয়ে দিচ্ছে, সে বিষয়ে একটি ধারণা তুলে ধরা হয়েছে।এই পরিস্থিতি অনেককেই স্মরণ করিয়ে দেয় ২০২২ সালের শ্রীলঙ্কা এবং ২০২৪ সালে বাংলাদেশে ঘটে যাওয়া গণঅভ্যুত্থানের ঘটনা। যদিও নেপালের সহিংসতা তুলনামূলকভাবে বাংলাদেশের চেয়ে কম ছিল। বাংলাদেশের ক্ষমতাসীন সরকার সেসময় আরো কঠোর এবং দমনমূলক নীতি গ্রহণ করে। বিশেষ করে স্বৈরাচারী হাসিনার নেতৃত্বে সাধারণ জনতাকে দমন করতে রাষ্ট্রীয় শক্তি ব্যাপকভাবে ব্যবহার করা হয়।...