১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৬ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৯ পিএম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ভোটারদের হাতে অমোচনীয় কালি দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। যদিও ভোটাররা ভোট দিয়েছেন কি না, সেটা যাচাই করার অন্যতম উপায় হল অমোচনীয় কালি। আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হওয়ার পর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে এমন ঘটনা বলে জানিয়েছে শিক্ষার্থীরা। ভোট দিয়ে এসে এক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি জীবনে আজকে প্রথম ভোট দিতে এসেছি। ভোটের আনন্দ হাতে কালি দিবে কিন্তু এখানে কোন ভোটারকে কালি দিচ্ছেন না তারা। অমোচনীয় কালি না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে স্বতন্ত্র ভিপি প্রার্থী আব্দুর রশিদ জিতু বলেন, ‘পুরাতন হলগুলোতে অমোচনীয় কালি দেওয়া হলেও নতুন হলে এমনটা নেই।...