১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫০ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫০ পিএম বাগেরহাট-৪ আসন পুনর্বহালের দাবিতে মোরেলগঞ্জ উপজেলায় বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সর্বাত্মক হরতাল পালন করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। সকাল থেকে সড়কে অবস্থান নেন বাগেরহাট জেলা বিএনপি নেতা ও আসনটির দলীয় মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন। হরতাল-অবরোধে অচল হয়ে পড়ে মোরেলগঞ্জের সড়কপথ। তবে ব্যারিকেড, আগুন জ্বালানো ও রাস্তায় গাছ ফেলে অবরোধের মাঝেই ভিন্ন চিত্র দেখা যায়। তরুণরা ব্যাট-বল হাতে ক্রিকেট খেলায় মেতে ওঠেন, আর সেই খেলায় অংশ নেন কাজী খায়রুজ্জামান শিপনও। জেলা বিএনপির এই নেতা বলেন, আমরা চাই না সারা দিন অচল হয়ে বসে থাকতে। তাই খেলতে নেমেছি। অন্তত সময়টা আনন্দে কাটছে। এটাও এক ধরনের শান্তিপূর্ণ প্রতিবাদ। সকাল থেকে বিকেল পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকায় কর্মজীবী মানুষ, অসুস্থ রোগী...