নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনার পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। পূর্বঘোষিত ওএমআর (অপটিক্যাল মার্ক রিডার) মেশিনে গণনার পরিবর্তে এবার ভোট গণনা হবে সম্পূর্ণ ম্যানুয়াল পদ্ধতিতে, অর্থাৎ হাতে গুনে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পর্যবেক্ষণ কমিটির সদস্য ড. সালেহ আহম্মদ খান সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন,"ডাকসু নির্বাচনে ইলেকট্রনিক ভোট গণনা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল। স্বচ্ছতা...