ইন্টারকন্টিনেন্টাল কাপের দ্বিতীয় আসরের সূচি ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের প্রধান নিয়ন্ত্রক সংস্থা ফিফা। চলতি বছরের সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এই আন্তঃমহাদেশীয় টুর্নামেন্টের দ্বিতীয় আসর। ফিফা ক্লাব বিশ্বকাপের পর এটাই বড় আসর হতে যাচ্ছে। টুর্নামেন্টের কাঠামো থাকবে আগের মতোই। আগামী ১৪ সেপ্টেম্বর, কায়রোতে প্রাথমিক পর্বের ম্যাচে মুখোমুখি হবে আফ্রিকান প্রতিনিধি মিসরীয় ক্লাব ‘পিরামিডস এফসি’ এবং ওশেনিয়ার প্রতিনিধি নিউজিল্যান্ডের ‘অকল্যান্ড সিটি’। এ ম্যাচের জয়ী দল ২৩ সেপ্টেম্বর সৌদি আরবের জেদ্দায় এশিয়ান চ্যাম্পিয়ন আল আহলির বিপক্ষে খেলবে। অন্যদিকে ১০ ডিসেম্বর দক্ষিণ আমেরিকার (কনমেবল লিবার্তাদোরেস) চ্যাম্পিয়ন দল খেলবে উত্তর ও মধ্য আমেরিকার (কনকাকাফ) চ্যাম্পিয়ন ক্রুজ আজুল-এর বিপক্ষে। এই ম্যাচটি ‘ডার্বি অব দ্য আমেরিকাস’ নামে পরিচিত। ডার্বির জয়ী দল খেলবে আল আহলি বনাম পিরামিডস/অকল্যান্ড সিটির ম্যাচজয়ীর সঙ্গে ১৩ ডিসেম্বর চ্যালেঞ্জার কাপ সেমিফাইনালে। আর এই ম্যাচের...