বৃহস্পতিবার সাকল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচন শুরু হয়েছে। সকালের দিকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা বেড়েছে। নির্বাচন নিয়ে অনিয়মের না থাকলেও কিছুটা অব্যবস্থাপনার অভিযোগ তুলেছেন ছাত্রদল প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী। তবে তার এই অভিযোগ অস্বীকার করেছেন হল কর্তৃপক্ষ। সরেজমিনে ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, শান্তিপূর্ণভাবে তারা ভোট দিতে পারছেন। সকাল থেকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিংবা অনিয়ম তারা দেখেননি। ভোট নিয়ে তাদের কোনো অভিযোগ নেই। এদিকে কিছুটা অসঙ্গতির কথা জানিয়েছেন ছাত্রদল প্যানেলের জিএস প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী। ১৩ নম্বর হলে ভোট প্রদান শেষে তিনি জানান, ভোট নিয়ে কোনো অনিয়ম তাঁর চোখে পড়েনি। তবে ভোট ব্যবস্থাপনায় কিছুটা গড়মিল তিনি দেখতে পেয়েছেন। এখানে কিছুটা লোপশেডিং হচ্ছে, যে কারণে ভোটারদের...