জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে হঠাৎ বৃষ্টির বাগড়া। মুষলধারে বৃষ্টিতে ভোট দিতে আসা শিক্ষার্থীরা পড়েছেন বিপাকে। এ অবস্থায় নির্বাচনের প্রার্থীদের কপালে এখন চিন্তার ভাঁজ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে ৯টা থেকে ভোটগ্রহণ শুরুর দিকে আবহাওয়া মোটামুটি ভালোই ছিল। তবে সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ মুষলধারে বৃষ্টি নামে। এতে বিড়ম্বনায় পড়তে হয়েছে লাইনে দাঁড়ানো ভোট দিতে আসা শিক্ষার্থীদের। এ ছাড়া, হলের বাহির থেকে যে শিক্ষার্থীরা ভোট দিতে আসছেন তাদের পড়তে হয়েছে ভোগান্তিতে। ইতিহাস বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী নাসির বলেন, ৩৩ বছর পর জাকসুর নির্বাচন হচ্ছে। এটা অত্যন্ত আনন্দের। তবে বৃষ্টি কিছু সময়ের জন্য সামান্য প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। আমি মনে...