ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে দীর্ঘ প্রস্তুতি ও পরিকল্পনা ছিল শিবিরের। নির্বাচনের প্যানেল তৈরি ও প্রচারের ক্ষেত্রে সেই পরিকল্পনার ছাপ দেখা গেছে। ভিন্ন ভিন্ন কৌশলে তারা জয় পেয়েছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি ডাকসু জয়ে শিবিরের কৌশলকে প্রাধান্য দিয়ে বলেন, শিবির দীর্ঘদিন ধরেই শিক্ষার্থীদের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছিল। রাশেদ খান বলেন, ‘২০১৯ সালে যে ডাকসু নির্বাচন হয় সেখানে আমি জিএস প্রার্থী হিসেবে নির্বাচন করি এবং ভিপি জিএস সহ আমরা ১১টি পদে জয়ী হই। যদিও শুধুমাত্র দুইটি পদে ঘোষণা করা হয় ভিপি এবং সমাজসেবা সম্পাদক পদে। তো যাই হোক যে কারণে এই নির্বাচন দেখার অভিজ্ঞতা আমার আছে। ১৯ সালের যে নির্বাচন সেটা অত্যন্ত জঘন্য নির্বাচন ছিল। আর এইবারের যে নির্বাচন এই নির্বাচনে কিছু...