টলিউড তারকা ও সাবেক সংসদ সদস্য মিমি চক্রবর্তীকে বলা হয় লাস্যময়ী নায়িকা। মাঝেমধ্যেই নতুন নতুন চমক নিয়ে হাজির হন বাংলার লেডি সুপারস্টারখ্যাত এই অভিনেত্রী। আসন্ন শারদীয় উৎসব উপলক্ষে ২৬ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে মিমি অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘রক্তবীজ’ সিনেমার সিকুয়াল ‘রক্তবীজ-২’। সিনেমাটির মুক্তির তারিখ যত ঘনিয়ে আসছে ততই যেন উন্মাদনা ছড়াচ্ছে দর্শক মহলে। সেই উন্মাদনা ও প্রতীক্ষার আগুনেই ঘি ঢালল ছবির নতুন গান ‘চোখের নীলে’। কয়েক দিন আগেই মুক্তি পেয়েছে ‘রক্তবীজ-২’-এর প্রথম ঝলক। আর গতকাল বুধবার দুপুরে অন্তর্জালে অবমুক্ত করা হলো আবির-মিমির এই রোমান্টিক গানটি। অনুপম রায়ের তৈরি এই গানে কণ্ঠ দিয়েছেন নবাগতা শিল্পী সুচন্দ্রিকা গোলদার। গানেই সাহসী অবতারে ধরা দিয়েছেন মিমি...