ঢাকা: যুক্তরাষ্ট্রের ইউটা অঙ্গরাজ্যের ওরেম শহরে ইউটা ভ্যালি ইউনিভার্সিটির ক্যাম্পাসে রক্ষণশীল ভাষ্যকার ও ট্রাম্প সমর্থক চার্লি কার্কের এক অনুষ্ঠানে গুলি ছোড়া হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, অতিথি বক্তাকে লক্ষ্য করে একটি গুলি ছোড়া হয়। ঘটনায় কেউ আহত হননি। খবর বিবিসি।বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, অভিযুক্ত একজনকে ইতোমধ্যে আটক করেছে পুলিশ এবং পুরো ঘটনা তদন্ত করা হচ্ছে।চার্লি কার্ক মার্কিন রক্ষণশীল সংগঠন ‘টার্নিং পয়েন্ট ইউএসএ’-এর প্রতিষ্ঠাতা। সংগঠনটি যুক্তরাষ্ট্রজুড়ে শিক্ষার্থীদের মধ্যে রক্ষণশীল রাজনৈতিক মতাদর্শ ছড়িয়ে দেয়ার কাজ করে। কার্কের এক্স (সাবেক টুইটার)-এ ৫.২ মিলিয়ন এবং টিকটকে ৭.৩ মিলিয়ন অনুসারী রয়েছে। তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত।পুলিশ নিশ্চিত করে বলেছে, অনুষ্ঠান চলাকালে গুলি ছোড়া হয় এবং এ নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।নিউজজি/এসআর ঢাকা: যুক্তরাষ্ট্রের ইউটা অঙ্গরাজ্যের ওরেম শহরে ইউটা ভ্যালি ইউনিভার্সিটির ক্যাম্পাসে রক্ষণশীল ভাষ্যকার...