স্থানীয় বাসিন্দারা জানায়, নির্বাচন কমিশনার ও ষড়যন্ত্রকারীরা আমাদের আলগী ও হামিরদি ইউনিয়নকে বিচ্ছিন্ন করে দিয়েছে। তাদের এ চক্রান্ত সফল করতে দেব না। আমরা গত শুক্রবার (৫ সেপ্টেম্বর) প্রথম আন্দোলন শুরু করেছিলাম। তখন ইউএনও আমাদের আশ্বস্ত করেছিল সোমবারের (৯ সেপ্টেম্বর) মধ্যে সুরাহা হবে। কিন্তু কোনো সুরাহা না হওয়ায় মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) থেকে অবরোধ কর্মসূচি শুরু করি আমরা। আজ তৃতীয় দিনের মত অবরোধ কর্মসূচি চলছে। যতক্ষণ পর্যন্ত আমাদের দুটি ইউনিয়ন ফিরিয়ে দেয়া না হবে ততক্ষণ পর্যন্ত অবরোধ চলবেই।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, উপজেলা পরিষদের সার্বিক নিরাপত্তায় সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত ফোর্স মোতায়েন করা...