চরম ইসলাম বিদ্বেষের ইতিহাস আছে এমন একটি মার্কিন বাইকার গ্যাংয়ের সদস্যদের গাজায় মানবিক ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোর সশস্ত্র নিরাপত্তায় কাজে লাগানো হচ্ছে।ব্রিটিশ সংবাদমাধ্যমবিবিসিরএক নিজস্ব তদন্তে এই তথ্য সামনে উঠে এসেছে।সম্প্রতি গাজার হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন সাইটগুলোতে খাবারের সন্ধানে শত শত বেসামরিক মানুষ বিশৃঙ্খলা আর গোলাগুলির মধ্যে পড়ে মারা গেছেন। ‘ইউজি সলিউশনস’ নামে একটি বেসরকারি ঠিকাদার সংস্থা এই সাইটগুলোতে নিরাপত্তার দায়িত্বে আছে।ইনফিডেলস মোটরসাইকেল ক্লাবের যারা এই সংস্থার হয়ে গাজায় কাজ করছেন এমন দশজন সদস্যের পরিচয় বিবিসি নিশ্চিত করেছে।বিবিসি এখন দায়িত্ব নিয়ে বলতে পারে যে, ইসরায়েল ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থিত এই বিতর্কিত ত্রাণ অভিযানের সাইটগুলোর তদারকিতে এই গ্যাংয়ের অন্তত সাত সদস্য শীর্ষ পদে নিযুক্ত আছেন।ইউজি সলিউশনস (ইউজিএস) অবশ্য এই কাজের জন্য নিযুক্ত তাদের কর্মীদের যোগ্য বলেই মনে করছে। তারা বলেছে, কারও ব্যক্তিগত শখ...