বাগেরহাটের আসন বিলুপ্তির প্রতিবাদে ও আসন পুনর্বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা ২য় দফার ৪৮ ঘন্টা হরতালের শেষ দিন আজ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিলুপ্ত সংসদীয় আসন পুনর্বহালের দাবীতে সর্বাত্মক হরতাল চলছে। জেলা সদরসহ ৯টি উপজেলা ও ৩টি পৌরসভার ১৪০টি পয়েন্টে দড়ি, জাল, গাছ, গাড়ী ও বালুর ট্রাক দিয়ে বেরিকেড দিয়ে শান্তিপূর্ণ এ হরতাল পালন করছে আন্দোলনকারীরা। এতে বন্ধ রয়েছে সড়ক পথে যান চলাচল। সড়ক পথে বন্দর, ইপিজেড ও শিল্পকলকারখানার পণ্য পরিবহণ হচ্ছে না। বন্ধ রয়েছে সকল দোকানপাট, সরকারি-বেসরকারী অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, ফেরি ও খেয়া পারাপার। ফলে কার্যত সারাদেশের সাথে বাগেরহাট জেলা সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে। এদিকে হরতালের ফলে জেলার বিভিন্ন মহাসড়কে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। হরতালের সমর্থনে...