ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ভূমিধস বিজয় পেয়েছে। তাদের এমন ফল বিস্ময়কর হলেও অসম্ভব ছিল না বলে মন্তব্য করছেন বিশ্লেষকরা। সেইসঙ্গে শিবিরের এমন একচেটিয়া বিজয়ে অনেকটা হতভম্ব ও বিস্মিত বিএনপির নীতিনির্ধারক থেকে শুরু করে ছাত্রদল ও অন্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।ডাকসু নির্বাচনে ভোটের নানা সমীকরণ মেলানোর চেষ্টা করছেন সংশ্লিষ্টরা। তাদের সামনে নানা প্রশ্ন হাজির হয়েছে। বিশেষত বিএনপি ও ছাত্রদলের সাংগঠনিক অবস্থা; প্যানেল নির্বাচনে কোনো সমস্যা ছিল কি না; ছাত্ররা কীসের ভিত্তিতে ছাত্রশিবিরকে ভোট দিল ইত্যাদি। এসব বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নেতাকর্মীরা নানা ধরনের আত্মসমালোচনামূলক লেখা পোস্ট করছেন। বিএনপির হাইকমান্ডকে দল গোছাতে কঠোর হওয়া এবং ‘মাইম্যান’ কমিটি গঠনের পরিবর্তে দক্ষ-ত্যাগীদের দিয়ে কমিটি গঠনের কথা বলছেন। দলটির একাধিক নেতা বলেছেন, এই ধাক্কা থেকে শিক্ষা নিয়ে তারা ভবিষ্যৎ পরিকল্পনা...