মুন্সীগঞ্জের সিরাজদীখানে গরু জবাই শেষে মাংস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আসাদুজ্জামান ইশতিয়াক (১৫) নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের সিরাজদীখান বাজারের খান মঞ্জিল ভবনের ওমর বিন খাত্তাব (রা.) মাদরাসায় এ দুর্ঘটনা ঘটে। সে জেলার শ্রীনগর উপজেলার সুন্দারদিয়া গ্রামের সিঙ্গাপুর প্রবাসী জাকির হোসেনের ছেলে। এ ঘটনায় ছাত্রের স্বজনরা মাদরাসার মুহতামিম এনামুল হক (৬৫) ও তার ছেলে আহমাদুল্লাহকে (২৫) আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চোরমদ্দন গ্রামের বাসিন্দা বুলু মিয়া (৪০) একটি গরু দান করেন ওই মাদরাসায়। দানে পাওয়া গরুটি বুধবার রাতে মাদরাসার ছাত্রদের দিয়ে জবাই করা হয়। পরে ভবনের ছয়তলায় মাংস কাটছিলো ছাত্ররা। এতে সেখানে বৈদ্যুতিক তার টানা হয়। পরে রাত সাড়ে ১১টার দিকে...