খুলনা: খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। এবার বাজেটের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭১৯ কোটি ৫০ লাখ ৩৬ হাজার টাকা।গত বছরের লক্ষ্যমাত্রার তুলনায় যা আড়াই'শ কোটি টাকা কম। এ বাজেটে নতুন কোন কর আরোপ করা হয়নি। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১ টায় সিটি কর্পোরেশন মিলনায়তনে কেসিসির প্রশাসক ও বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার প্রধান অতিথি থেকে এ বাজেট ঘোষণা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শরীফ আসিফ রহমান। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার বলেন, এটি একটি উন্নয়নমুখী বাজেট। এ বাজেটে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও জলাবদ্ধতা নিষ্কাশন এবং উন্নয়নের লক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবার স্বাস্থ্য ও বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নকে গুরুত্ব দেওয়া হয়েছে। এ বাজেটে ডেঙ্গু মোকাবেলা,...