মেহেরপুর সদর উপজেলার সিংহাটি মাঠ থেকে আব্দুস সালাম (৪৫) নামে এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। আব্দুস সালাম সদর উপজেলার বর্শিবাড়িয়া গ্রামের মৃত আবুল কালাম বিশ্বাসের বড় ছেলে। স্থানীয়রা জানান, সিংহাটি গ্রামের খয়রামারি খালসংলগ্ন কাঁঠাল গাছে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরদেহটি ঝুলতে দেখা যায়। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই রেজাউল...