নেপালের রাজনৈতিক অস্থিরতার মধ্যে এক বাংলাদেশি পরিবার বিক্ষোভকারীদের হামলা ও লুটপাটের শিকার হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) কাঠমান্ডুর একটি পাঁচ তারকা হোটেলে এই ঘটনা ঘটেছে। এসময় বাংলাদেশের রাষ্ট্রদূত যখন নেপালে অবস্থানরত জাতীয় ফুটবল দলকে সহায়তা দিতে যাচ্ছিলেন, তখন তার গাড়িতেও হামলা চালানো হয়। দূতাবাসের কর্মকর্তা জানান, হামলার শিকার পরিবারটিকে পরবর্তীতে রাষ্ট্রদূতের বাসভবনে আশ্রয় দেওয়া হয়। চলমান সংকটের মধ্যে এখন পর্যন্ত মোট ৩০ জন বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১০ জনকে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এবং ২০ জনকে কাঠমান্ডুর বিভিন্ন এলাকা থেকে আনা হয়েছে। উদ্ধারকৃতরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রী হিসেবে চিহ্নিত হয়েছেন। মঙ্গলবারের বিক্ষোভে কাঠমান্ডুর একটি হোটেলে অগ্নিসংযোগ এবং অন্য একটি হোটেলে ব্যাপক ভাঙচুর চালানো হয়। সেই হোটেলে অবস্থান করছিল তিন সদস্যের বাংলাদেশি পরিবার। বিক্ষোভকারীরা তাদের ওপর হামলা চালিয়ে মারধর ও জিনিসপত্র...