ম্যাচ শুরু হওয়ার আগে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা জানাল, চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন লুঙ্গি এনগিডি। ম্যাচের পর অধিনায়ক এইডেন মার্করাম জানালেন, চোটে পড়েছেন কেশাভ মহারাজ। এই বাঁহাতি স্পিনারকে পাওয়া নিয়েও এখন দুর্ভাবনায় দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে চোটাক্রান্ত তৃতীয় প্রোটিয়া ক্রিকেটার মহারাজ। অভিজ্ঞ ব্যাটসম্যান ডেভিড মিলারের ছিটকে পড়ার খবর জানানো হয়েছিল আগেই। তিন ম্যাচ সিরিজের প্রথমটি শুরুর আগে বুধবার জানানো হয়, হ্যামস্ট্রিংয়ে টান লাগায় সিরিজে খেলতে পারবেন না এনগিডিও। মহারাজের তখনও কোনো সমস্যা ছিল না। কার্ডিফে প্রথম ম্যাচে খেলার কথাও ছিল তার। কিন্তু ম্যাচ শুরুর আগে গা গরমের সময় কুঁচকিতে টান লাগে ৩৫ বছর বয়সী স্পিনারের। তার বদলে শেষ মুহূর্তে একাদশে নেওয়া হয় পেস বোলিং অলরাউন্ডার কর্বিন বশকে। মহারাজের চোটের মাত্রা এখনও জানা যায়নি। তবে এনগিডিকে মাঠের বাইরে...