জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন চলছে নানা অভিযোগ আর পাল্টাপাল্টি বিবৃতির মধ্যে দিয়ে। আচরণবিধি লঙ্ঘনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা। বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলের সামনে বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্যানেল। এর আগে সকাল ৯টা থেকে শুরু হয়েছে জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। চলবে বিকেল ৫টা পর্যন্ত। এবারের নির্বাচনে ১১ হাজার ৮৯৭ জন শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ৬ হাজার ১১৫ জন ছাত্র এবং ৫ হাজার ৭২৮ জন ছাত্রী রয়েছেন। নির্বাচন ঘিরে মোট ২১টি কেন্দ্রে স্থাপন করা হয়েছে ২২৪টি বুথ। ভোটগ্রহণের দায়িত্বে রয়েছেন ৬৭ জন শিক্ষক পোলিং অফিসার ও সমানসংখ্যক কর্মকর্তা সহকারী পোলিং অফিসার। এবারের জাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদের...