জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন ঘিরে প্রশাসনের বিরুদ্ধে গাফিলতি ও স্বজনপ্রীতির অভিযোগ তুলেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী মো. শেখ সাদী হাসান। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোট চলাকালে গণমাধ্যমকর্মীদের তিনি এ অভিযোগ করেন। শেখ সাদী হাসান বলেন, প্রশাসনের বিভিন্ন জায়গায় অসংগতি, গাফিলতি এবং স্পষ্ট স্বজনপ্রীতির চিত্র আমরা লক্ষ্য করেছি। নির্দিষ্ট একটি ছাত্র সংগঠন ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগকে পুনর্বাসিত করে এমন এক প্রার্থীর বিষয়ে প্রশাসন খুবই উদাসীন এবং তাদের বিভিন্নভাবে সুযোগ-সুবিধা দিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, আমরা দেখেছি, নির্বাচন কমিশনে শিবিরের সভাপতি প্রকাশ্যে অবস্থান করেছেন এবং নির্বাচন কমিশন ও প্রশাসনকে প্রভাবিত করার চেষ্টা করেছেন। যে ইভিএম মেশিনগুলো ভোট গণনার জন্য আনা হয়েছে, সেগুলো এমন একটি ছাত্র সংগঠনের ঘনিষ্ঠ ব্যক্তি বা তাদের মালিকানাধীন কোম্পানি থেকে সংগ্রহ...