জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ২১টি হলে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল থেকে বেশ বৃষ্টিও হচ্ছে ক্যাম্পাসে। এই অবস্থায় হলের শিক্ষার্ীদের ভোট দিতে বেগ পেতে না হলেও বাইরের শিক্ষার্ীরা ভোগান্তির মধ্যে পড়েছেন। তিন ঘণ্টায় কোথাও স্বাভাবিক, আবার কোথাও কম ভোট পড়ার প্রবণাতা লক্ষ্য করা গেছে। আ ফ ম কামাল উদ্দিন হলের রিটার্ং কর্মকর্তা শিবলি নোমান বলেন, তার হলে মোট ৩৩৩টি ভোট। এর মধ্যে দুপুর ১২টা পর্ন্ত ৬০টি ভোট পড়েছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট আব্দুর রাজ্জাক বলেছেন, তার হলে মোট ৯৯২টি ভোট। এর মধ্যে তিন ঘণ্টায় ২৫০টি ভোট পড়েছে। মীর মশাররফ হোসেন হলের পোলিং অফিসার বশিরুজ্জামান বলেছেন, তার হলে মোট ৪৬৪টি ভোট। এর মধ্যে দুপুর ১২টা পর্ন্ত ১০৫টি...