ফরাসি উপকূল থেকে ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছানোর পথে তিনটি পৃথক দুর্ঘটনায় মারা গেছেন দুই নারীসহ চার অভিবাসী এবং নিখোঁজ রয়েছেন তিনজন। ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার দুপুরে খাবারের সময় ‘চ্যানেলে বিপদগ্রস্ত একটি অভিবাসীবাহী নৌকার খোঁজ পেয়ে’ উদ্ধারে ছুটে যায় ব্রিটিশ বর্ডার ফোর্সের একটি দল। সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, অভিবাসীবাহী নৌকাটিতে ‘একজন যাত্রীকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায় এবং তাকে সিপিআর দেওয়া হয়।’ কিন্তু ওই নারী অভিবাসীকে বাঁচানো সম্ভব হয়নি। পরে তার মৃত্যু নিশ্চিত করা হয়েছে। সরকারের ওই মুখপাত্র বলেন, ‘এই মর্মান্তিক ঘটনায় আমরা হতবাক এবং দুঃখিত।’ ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া কতটা ঝুঁকিপূর্ণ—এই ঘটনার মধ্য দিয়ে তা আবারো প্রমাণিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, ‘আমরা এসব দুর্বল মানুষদের (অভিবাসী) প্রতি শোষণ বন্ধে নিষ্ঠুর অপরাধীদের (মানবপাচারকারী)...