অ্যাপলের বিভিন্ন পণ্যের সমার্থক হয়ে ওঠা এই অক্ষরটির একটি বিশেষ ইতিহাস রয়েছে। অ্যাপল প্রথম তাদের আইম্যাক কম্পিউটারে 'i' ব্যবহার করে। সেই সময়ে দাঁড়িয়ে কোম্পানিটি ব্যাখ্যা করেছিল যে 'i' কেবল একটি অক্ষর নয়, বরং এর একাধিক অর্থ রয়েছে। ইন্টারনেট:মানে ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত থাকা।ব্যক্তি:ব্যক্তিগত ব্যবহারের অর্থ।নির্দেশ:শেখা বা বোঝার ক্ষেত্রে নির্দেশনা দেওয়া।তথ্য প্রদান:অর্থপূর্ণ তথ্য প্রদান করা।অনুপ্রেরণা:অনুপ্রাণিত করা বা উৎসাহিত করা। এই ব্যাখ্যাগুলো অ্যাপলের এমন ডিভাইস তৈরির দৃষ্টিভঙ্গি প্রকাশ করে যা...