যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলা নাইন ইলেভেনের ২৪ বছর পূর্তি আজ। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর এই দিনে ভয়াবহ সন্ত্রাসী হামলার শিকার হয় যুক্তরাষ্ট্র। ওই হামলায় প্রায় তিন হাজার মানুষ নিহত হন। নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদনসহ নানা আয়োজনে দিনটিকে স্মরণ করছেন মার্কিনিরা। খবর বার্তা সংস্থা এপির। দিনটি উপলক্ষে নিউইয়র্ক, পেন্টাগন এবং পেনসিলভানিয়ার শ্যাঙ্কসভিলে স্মরণসভার আয়োজন করা হয়েছে। এতে অংশ নেবেন নিহতদের স্বজন, বিশিষ্ট ব্যক্তি এবং রাজনীতিবিদরা। শ্রদ্ধাঞ্জলির পাশাপাশি প্রতিবছরের মতোই নিহতদের পরিবারের সদস্যরা নিহতদের নাম পাঠ করবেন এবং তাদের স্মরণে নীরবতা পালন করা হবে। ২০০১ সালের এই দিনে সন্ত্রাসীরা যাত্রীবাহী চারটি বিমান ছিনতাই করে একযোগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টুইন টাওয়ার ও ভার্জিনিয়ার পেন্টাগনে হামলা চালায়। এ হামলায় প্রায় তিন হাজার মানুষ মারা যায়। নিহতদের মধ্যে বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৭৮টি দেশের নাগরিকও...