হঠাৎ মিয়ানমারের শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠী কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মির (কেআইএ) সঙ্গে গোপনে আলোচনা শুরু করেছে ভারত। অন্তত চারটি সূত্রকে উদ্ধৃত করে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। চীনের নিয়ন্ত্রণে থাকা ডিসপ্রোসিয়াম ও টারবিয়ামের মতো দুর্লভ খনিজের বিকল্প উৎস খুঁজছে ভারত। এ কারণেই মূলত ভারত সরকার কেআইএ’র দ্বারস্ত হয়েছে বলে দাবি সূত্রগুলোর। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ভারতের খনিজ মন্ত্রণালয় রাষ্ট্রায়ত্ত খনিজ কোম্পানি আইআরইএল এবং বেসরকারি প্রতিষ্ঠান মিডওয়েস্ট অ্যাডভান্সড ম্যাটেরিয়ালসকে ইতোমধ্যে উত্তর মিয়ানমারের খনি থেকে নমুনা সংগ্রহ ও পরিবহনের সম্ভাবনা যাচাই করতে বলেছে। ওই খনিগুলো কেআইএর নিয়ন্ত্রণে রয়েছে। সূত্রগুলো বলছে, এসব নমুনা পাওয়ার পর বৈদ্যুতিক গাড়ি ও উন্নত যন্ত্রপাতির জন্য প্রয়োজনীয় চুম্বক তৈরির মতো পর্যাপ্ত ভারী দুর্লভ ভৌত পদার্থ মিয়ানমারের খনিতে আছে কিনা, তা ভারতের গবেষণাগারে পরীক্ষা করা হবে। গত জুলাইয়ে...