জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল কেন্দ্রে ভোটারের আঙুলে মার্কার দিয়ে দাগ না দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরের দিকে ঘটে এ ঘটনা। এর আগে, সকাল ৯টায় শুরু হয় ভোটগ্রহণ। যা বিকেল ৫টা পর্যন্ত টানা চলবে। বিশ্ববিদ্যালয়ের ২১টি হল কেন্দ্রে ২২৪টি বুথে চলছে ভোটগ্রহণ। এ বিষয়ে যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী আল আমিন বলেন, আমাদের হলে ভোট দেওয়ার সময় কোনো ভোটারের আঙুলে মার্কার দিয়ে দাগ দেওয়া হচ্ছে না। শুধু স্বাক্ষর নিয়ে ব্যালট দেওয়া হচ্ছে। হলের পোলিং কর্মকর্তা উজ্জ্বল কুমার মন্ডল বলেন, কেন্দ্রীয় নির্বাচন কমিশন অফিস থেকে তাদের কাছে কোনো মার্কার সরবরাহ করা হয়নি। তবে সাবেক শেখ রাসেল হল কেন্দ্রে (২১ নম্বর) হাতে মার্কারের দাগ দিয়ে ভোটগ্রহণ চলছে। এখানে মোট...