স্বাস্থ্য খাতে ‘সিন্ডিকেট করে অর্থ আত্মসাৎ ও পাচারে’ জড়িত থাকার অভিযোগে আলোচিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুকে দুদকের করা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। ৭৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদক মামলা করার পর বুধবার রাতে মিঠুকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ কমিশনার তালেবুর রহমান বলেন, “দুদকের করা মামলায় সংস্থাটির অনুরোধে গতরাতে তাকে গুলশান থেকে গ্রেপ্তার করা হয়।” এছাড়া এক বার্তায় ডিএমপি বলছে, আওয়ামী সরকারের আমলে স্বাস্থ্যখাতে দুর্নীতির হোতা মোতাজ্জেরুল ইসলাম মিঠুক গুলশান থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে। স্বাস্থ্য খাতে ‘সিন্ডিকেট করে অর্থ আত্মসাৎ ও পাচারে’ জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এই ঠিকাদারের বিরুদ্ধে ৭৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনে বুধবার দুদকের উপপরিচালক মো....