বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনে হস্তক্ষেপ করবে না ভারত। এমনটা মনে করছেন ভারতীয় বিশ্লেষক ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক কনক সরকার। কনক সরকার বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সঙ্গে বোঝাপড়ায় ঘাটতি থাকায় বাংলাদেশে নির্বাচিত সরকার চায় ভারত। তাই বাংলাদেশের নির্বাচনে ভারত হস্তক্ষেপ করবে না।’ বিএনপির মতো দল ক্ষমতায় এলেও যে ঢাকা-দিল্লি সম্পর্কের উন্নতি হবে, সে আশাও করছেন না অধ্যাপক কনক। তাঁর মতে, বাংলাদেশের ৭০ থেকে ৮০ শতাংশ জনগণ ভারতবিরোধী মনোভাবের। বাংলাদেশের দলগুলো রাজনৈতিক স্বার্থেই ভারতবিরোধী পথে হাঁটবে বলেও মনে করেন এই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালে গণ-অভ্যুত্থানে সরকার পতনের পর প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক নিয়ে সতর্ক ভারত। উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ নিয়ে দিল্লির অবস্থান বিষয়ক আলোচনা সভা হতে চলেছে আগামী ১১ সেপ্টেম্বর। দিল্লিতে অবস্থিত ইন্ডিয়া ইন্টারন্যাশনাল...