নোয়াখালীর সেনবাগ উপজেলা বিএনপির দুই নেতাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অব্যাহতি দেয়া হয়েছে এবং দুইজনকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। অব্যাহতিপ্রাপ্ত নেতারা হলেন- সদ্য ঘোষিত সেনবাগ উপজেলা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম হোসেন খোন্দকার ও সদস্য দলিলুর রহমান। বুধবার (১০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন জেলা বিএনপির সদস্য ও দপ্তর সম্পাদক (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) অ্যাডভোকেট রবিউল ইসলাম পলাশ। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে সেনবাগ উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক গোলাম হোসেন খোন্দকার এবং সদস্য দলিলের রহমানকে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তারা দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে যুক্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। আরেক প্রেস বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সেনবাগ উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আব্দুল হান্নান লিটন এবং সেনবাগ...