জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভোটারদের আঙুলে কালি ব্যবহার করা হচ্ছে না বলে অভিযোগ করেছেন বাগছাস সমর্থিত সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী আবু তৌহিদ মোহাম্মদ সিয়াম।বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) সমর্থিত প্যানেলের এ প্রার্থী বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর হল, রফিক জব্বার হল, শহীদ তাজউদ্দীন আহমদ হল ও কাজী নজরুল ইসলাম হলে ভোটারদের আঙুলে কালি দেওয়া হচ্ছে না।ভোটে জালিয়াতির আশঙ্কা নিয়ে আবু তৌহিদ মোহাম্মদ সিয়াম বলেন, যদি চিহ্ন না থাকে, পরে জালিয়াতির আশঙ্কা রয়েছে। যারা ইতোমধ্যে ভোট দিয়েছে, তারা চাইলে আবারও ভোট দিতে পারবে।তিনি আরও বলেন, আমি নির্বাচন কমিশনারদের সঙ্গে কথা বলেছি। তারা ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। তবে ভোট শুরু হওয়ার আগেই এই ব্যবস্থা নেওয়া উচিত ছিল। এখনও দেখা যাচ্ছে, সেটা করা হয়নি।ভোটারের চেয়ে বেশি ব্যালট, অভিযোগ ছাত্রশিবিরের জিএস প্রার্থীরবাগছাস জিএস...