জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের জিএস পদপ্রার্থী মাজহারুল ইসলাম ভোট দিয়েছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। মাজহারুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ১০ নম্বর হলে সকাল ১০টায় ভোট দেন। জিএস পদপ্রার্থী মাজহারুল ইসলাম বলেন, ‘দীর্ঘ ৩৩ বছর পর জাকসু নির্বাচন হচ্ছে, সিনেটে শিক্ষার্থীদের প্রতিনিধিরা যাবে। এটা একটা মাইলফলক। শুধু বছর নয় প্রতি বছরই জাকসু নির্বাচন যেন হয় সেটা নিশ্চিত করতে হবে। জাকসুতে শিক্ষার্থীরা অনেক আগ্রহের সহিত ভোট দিচ্ছেন।’ তিনি আরও বলেন, ‘এত বছর পর যেহেতু ভোট হচ্ছে, ছোটখাটো ভুলক্রটি হচ্ছে। আরও পড়ুনআরও পড়ুনরবীন্দ্রনাথ হল থেকে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আটক ছাত্রসংসদ নির্বাচন ২০২৫জাকসু নির্বাচনজাকসুজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের জিএস পদপ্রার্থী...