নড়াইলের লোহাগড়া উপজেলার নলদীতে ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠান আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের মাঠকর্মী দিতি খানমের বিরুদ্ধে আনা জালিয়াতির অভিযোগের নিরপেক্ষ তদন্ত দাবি করে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকালে নড়াইল শহরের কুড়িগ্রাম এলাকায় নিজ বাসায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন দিতি খানম। এ সময় তার পরিবারের সদস্য ও কয়েকজন গ্রাহক উপস্থিত ছিলেন। দিতি খানম বলেন, তার বিরুদ্ধে ভুয়া সদস্য বানিয়ে ঋণ তোলা ও সঞ্চয়ের টাকা আত্মসাতের অভিযোগ এনে প্রতিষ্ঠানটি আইনি নোটিশ দিয়েছে। মোট ৩৬ লাখ টাকার বেশি আত্মসাতের অভিযোগ ‘মিথ্যা ও ভিত্তিহীন’ বলে দাবি করেন তিনি। দিতির অভিযোগ, আঞ্চলিক ব্যবস্থাপক হারুন অর রশীদ, তৎকালীন শাখা ব্যবস্থাপক এ এইচ এম কামাল ও হিসাবরক্ষক উম্মে হাবীবা গ্রাহকদের অজান্তে টাকা উত্তোলন করেছেন। বিষয়টি জানানোর পর শাখা ব্যবস্থাপক ও হিসাবরক্ষক সাময়িকভাবে বহিষ্কৃত হলেও আঞ্চলিক...