জেন-জি প্রজন্মের চূড়ান্ত বিক্ষোভের দ্বিতীয় দিন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি দেশ ছেড়ে পালানোয় নতুন সরকার গঠন নিয়ে মধ্যস্থতা করছে সেনাবাহিনী। বুধবার (১০ সেপ্টেম্বর) সেনাপ্রধান অশোক রাজ সিগদেলের সাথে দফায় দফায় বৈঠক হয় সেনা সদরে। আন্দোলনে অংশগ্রহণকারী বিভিন্ন পক্ষের সাথে আলোচনায় সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে ৭৩ বছর বয়সী সুশীলা কার্কির নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের বিষয়টি উঠে আসে। তিনি নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথেও তার সুসম্পর্কের গুঞ্জন রয়েছে। এই প্রস্তাবে সমর্থন দিয়ে সামাজিক মাধ্যমে ভাষণ দিয়েছেন রাজধানী কাঠমান্ডুর মেয়র বলেন্দ্র শাহ। যদিও, এই প্রস্তাব বাস্তবায়নে সাংবিধানিক জটিলতার দিকে ইঙ্গিত দিয়েছেন বিশ্লেষকরা। কারণ পার্লামেন্ট বিলুপ্ত না হওয়ায় সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল সংখ্যাগরিষ্ঠ দলকে সরকার গঠনের প্রস্তাব দেয়ার বিধান রয়েছে। কিন্তু...