টাঙ্গাইলের মধুপুরে অটোরিকশা চুরির প্রস্তুতিকালে এলাকাবাসীর হাতে আটক অজ্ঞাতনামা এক যুবক (৩৬) গণপিটুনির শিকার হয়ে নিহত হয়েছেন। জনতার ধাওয়ায় তার সঙ্গে থাকা অপর দুজন পালিয়েছে। পুলিশ লাশসহ একটি মোটরসাইকেল ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) শেষ রাতের দিকে উপজেলার মহিষমারা ইউনিয়নের হলুদিয়া পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, গণপিটুনির শিকার হয়ে মাটিতেই পড়েছিল ওই ব্যক্তির দেহ। পরে সকালের দিকে তার মৃত্যু হয়। লাশের সুরতহাল ও উদ্ধার কাজে দায়িত্বে থাকা মধুপুর থানার এসআই আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃত ব্যক্তির পরিচয় এখনো মেলেনি। স্থানীয় আল আমিন ও মিজানুর রহমান সেন্টু জানান, রাত আনুমানিক ৩টার দিকে হলুদিয়া পূর্ব পাড়ার জসিমের ছেলে দুদু মিয়ার ব্যাটারি চালিত অটোরিকশা চুরি করতে মোটরসাইকেলযোগে তিন ব্যক্তি বাড়িতে প্রবেশ করে। টের পেয়ে এলাকার লোকজন...