মুন্সীগঞ্জের সিরাজদীখানে একটি মাদরাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আসাদুজ্জামান ইশতিয়াক (১৫) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের সিরাজদীখান বাজারে খান মঞ্জিলে অবস্থিত ওমর বিন খাত্তাব (রা.) মাদরাসায় দুর্ঘটনার শিকার হন তিনি।আরো পড়ুন:হবিগঞ্জে পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যুকুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু মারা যাওয়া ইশতিয়াক শ্রীনগর উপজেলার সুন্দারদিয়া গ্রামের সিঙ্গাপুর প্রবাসী জাকির হোসেনের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, সিরাজদিখানের চোরমদ্দন গ্রামের বাসিন্দা বুলু মিয়া মান্নতের গরু মাদরাসায় দান করেন। গরুটি মাদরাসার ছয়তলায় নিয়ে জবাই করা হয়। মাংস কাটার সময় টানা বৈদ্যুতিক তারে জড়িয়ে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় ইশতিয়াক। অচেতন অবস্থায় তাকে সিরাজদীখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। রাত সোয়া ২টার দিকে চিকিৎসক...