সারাদিন হাঁসগুলোকে মাঠে চরানোর কারণে বাড়তি খাবার দেওয়ার প্রয়োজন হয় না মুক্ত আবদ্ধ পদ্ধতিতে হাঁস পালন করে সফল হয়েছেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের কুশাবাড়িয়া গ্রামের দুই ভাই বাদশা ও বাদল। খোলামেলা পরিবেশে খামার তৈরি করে সেখানে হাঁস পালন করায় খরচ হচ্ছে তুলনামূলক অনেক কম। ফলে, তারা আর্থিকভাবে বেশি লাভবান হচ্ছেন। হাঁস পোকা-মাকড় ও ক্ষতিকর আগাছা খেয়ে ফেলায় ফসলের উপকার হচ্ছে, হাঁসের বিষ্ঠা বাড়াচ্ছে জমির উর্বরতা। ফাঁকা মাঠের মধ্যে খোলা আকাশের নিচে জিকে ক্যানেলের পাড়ে বাঁশের বাতা আর প্লাস্টিকের নেট দিয়ে তৈরি হাঁসের ঘর বাদশার। তার খামারে বর্তমানে ৫৫০টি খাকি ক্যাম্বেল জাতের হাঁস আছে। খোলামেলা ঘর হওয়ায় বিদ্যুতের প্রয়োজন হয় না। খামারের দুর্গন্ধও যায় না লোকালয়ে। সারাদিন হাঁসগুলোকে মাঠে চরানোর কারণে বাড়তি খাবার দেওয়ার প্রয়োজন হয় না। খোলামেলা পরিবেশে থাকায়...