জুমের পাকা ধানের গন্ধ ছড়াচ্ছে খাগড়াছড়ির পাহাড়ি জনপদে। সবুজ পাহাড়ে এখন সোনালী রং লেগেছে। উৎসবমুখর পরিবেশে পরিবারের সদস্যদের নিয়ে ধান কেটে ঘরে তোলায় ব্যস্ত চাষিরা। অনুকূল আবহাওয়া ও সঠিক পরিচর্যার কারণে ধানের পাশাপাশি জুমের অন্য ফসল যেমন- হলুদ, আদা এবং মারফার ভালো ফলন হওয়ায় চাষিদের মধ্যে খুশির আবহ বিরাজ করছে। তারা জানান, অন্য বছরগুলোর চেয়ে এবার ফলন অনেক ভালো হয়েছে।আরো পড়ুন:সবজি চারা উৎপাদনে ব্যস্ত মানিকগঞ্জে কৃষকরামানিকগঞ্জে সবজি সংরক্ষণে নতুন সংযুক্তি কৃষি বিভাগের হিসেব মতে, ২০২৫-২০২৬ অর্থ বছরে জুম আবাদ হয়েছে ১ হাজার ১৫০ হেক্টর জমিতে, যা গত বছর থেকে ২৬ হেক্টর বেশি। গত বছর ধান উৎপাদন হয়েছিল ১ হাজার ৫৪০ মেট্রিক টন। এ বছর উৎপাদন হয়েছে ১ হাজার ৫৪৮ মেট্রিক টন। যা গত বছর থেকে ৮ মেট্রিক টন বেশি। পার্বত্য...