সংগীতের সঙ্গে কণ্ঠশিল্পী কনকচাঁপার সাড়ে তিন দশকের পথচলা। তাঁর পুরো নাম রুমানা মোর্শেদ কনকচাঁপা। সাবিনা-রুনার পরই প্লেব্যাক শিল্পী হিসেবে চলচ্চিত্রে তিন হাজারের অধিক গানে কণ্ঠ দিয়েছেন কনকচাঁপা। তাঁর অনেক গানই শ্রোতাদের মুখে মুখে। আজ ১১ সেপ্টেম্বর এই কণ্ঠশিল্পীর জন্মদিন। বিশেষ এ দিনে শিল্পীজীবনের নানা অভিজ্ঞতা তিনি শেয়ার করেছেন চ্যানেল আইয়ের তারকা কথনে। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন প্রখ্যাত গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান। অনুষ্ঠানটি আজ দুপুর ১২টা ৩০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে। সংগীতবোদ্ধারা বলেন, কনকচাঁপার সুমিষ্ট কণ্ঠ শ্রোতাদের মনে আলাদা মাধুর্য সৃষ্টি...