জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবির সভাপতি মুহিবুর রহমানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছে ছাত্রদল। তার বিরুদ্ধে একটি হলে গিয়ে শিক্ষার্থীদের ‘ম্যানিপুলেট’ করার চেষ্টার অভিযোগ তুলেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী শেখ সাদী হাসান। বহস্পতিবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, “বিভিন্ন নেতারা ভোটকেন্দ্রে ঢুকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে। এসব বিষয় স্পেসিফিকভাবে প্রশাসন ও নির্বাচন কমিশনকে আমরা জানিয়েছি। তবুও গত রাতে কাজী নজরুল ইসলাম হলে শিবিরের সভাপতি গিয়েছে। আমরা প্রশাসনের কাছে দাবি করব, দীর্ঘদিন পরে এই নির্বাচন যেন কোন প্রশ্নবিদ্ধ না হয়। “আমরা যখন দেখি একটি বিশেষ সংগঠনকে স্পেশালি জেতানোর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশন সুযোগ করে দেয় তখন আমাদেরকে আশাহত করে। কোনো বিতর্ক ছাড়া এটা সুন্দর নির্বাচন...