বাংলাদেশের বিজ্ঞাপনী জগতে এক দশকের সৃজনশীল পথচলা উদযাপন করছে গিকি সোশ্যাল। ২০১৫ সালে একটি ডিজিটাল এজেন্সি হিসেবে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি আজ দেশের অন্যতম শীর্ষ ৩৬০-ডিগ্রি বিজ্ঞাপন প্ল্যাটফর্ম হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। দশ বছর পূর্তি উপলক্ষে প্রতিষ্ঠানটি আয়োজন করেছে তিন মাসব্যাপী বর্ণিল উৎসব ‘১০ অ্যাড-মেজিং ইয়ারস’। এরই অংশ হিসেবে সম্প্রতি এক আবেগঘন পুনর্মিলনীতে একত্রিত হয়েছিল বর্তমান ও সাবেক কর্মীরা, যেখানে শুধু প্রতিষ্ঠাবার্ষিকী নয়—উদযাপন করা হয় এক দশকের সৃজনশীল পথচলা, স্বপ্ন ও সাফল্যের গল্প। প্রতিষ্ঠার সূচনালগ্নে কাজীপাড়ার একটি চিলেকোঠা থেকে শুরু হলেও আজ গিকি সোশ্যালের বিস্তৃত কর্মক্ষেত্র ঢাকার নিকেতনে ৩০০০ বর্গফুটে ছড়িয়ে পড়েছে। এখানে কাজ করছেন ডিজাইনার, টেকনোলজিস্ট, কন্টেন্ট স্পেশালিস্ট, গ্রোথ স্ট্র্যাটেজিস্টসহ ৪৫ জনের বৈচিত্র্যময় টিম, যারা সম্মিলিতভাবে ডিজিটাল বিজ্ঞাপন ছাড়াও ইন্টিগ্রেটেড ব্র্যান্ড ক্যাম্পেইন, মিডিয়া প্ল্যানিং, প্রিন্ট ও ওয়েব সলিউশনসহ সমাধান...