জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) এবং ২১টি হল সংসদের ভোট বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর)। তিন দশকেরও বেশি সময় পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনের আগের রাত থেকেই পুরো ক্যাম্পাস উত্তপ্ত হয়ে ওঠে নানা নাটকীয়তায়। প্রার্থীদের শেষ মুহূর্তের সমর্থন আদায়ের চেষ্টা, বহিরাগত প্রবেশ, প্রশাসনিক অস্বচ্ছতা, সাংবাদিকদের হয়রানি এবং ব্যালট বাক্স পরিবহনকে ঘিরে নানা অনিয়মের অভিযোগ— সব মিলিয়ে শিক্ষার্থীদের মনে তৈরি হয়েছে শঙ্কা ও ক্ষোভ। তবে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে। কিন্তু শিক্ষার্থীদের বড় অংশ মনে করছেন অনিয়মের ছাপ প্রকট হয়ে উঠছে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অবস্থিত নির্বাচন কমিশনের কার্যালয়ে বহিরাগত প্রবেশের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, এসময় ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মারুফ মল্লিক এবং ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক...