নিজস্ব প্রতিবেদক: ভারতের আসামে বসবাসরত অবৈধ বাংলাদেশিদের শনাক্ত ও দ্রুত বহিষ্কারে বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকার। এ লক্ষ্যে আসাম মন্ত্রিসভা একটি নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP) অনুমোদন করেছে, যার মাধ্যমে মাত্র ১০ দিনের মধ্যে কাউকে ‘বিদেশি’ হিসেবে চিহ্নিত করে দেশছাড়া করা যাবে। নতুন পদ্ধতিতে, কোনো ব্যক্তিকে অবৈধ অভিবাসী বলে সন্দেহ করা হলে, তাকে তার নাগরিকত্ব সংক্রান্ত বৈধ কাগজপত্র ডেপুটি কমিশনার (DC) বরাবর জমা দিতে হবে। ১০ দিনের মধ্যে ডিসি ও অতিরিক্ত ডিসি এসব নথি যাচাই করবেন। সন্তোষজনক প্রমাণ না পেলে ১১তম দিনে সংশ্লিষ্ট ব্যক্তিকে হোল্ডিং সেন্টারে পাঠানো হবে। সেখান থেকে BSF (বর্ডার সিকিউরিটি ফোর্স) এর সহায়তায় তাকে দেশে ফেরত পাঠানো হবে। যদি ডিসি চূড়ান্ত সিদ্ধান্তে না পৌঁছাতে পারেন, তাহলে বিষয়টি ফরেনার্স ট্রাইব্যুনালে যাবে। ট্রাইব্যুনাল যদি নির্ধারণ করে...