ফরিদপুরের ভাঙ্গায় আসন পুনবিন্যাসের দাবিতে টানা তৃত্বীয় দিনের মতো আজও সকাল সন্ধ্যা মহাসড়ক অবরোধ চলছে। এতে দক্ষিণাঞ্চলের যান চলাচল বন্ধ আছে। মহাসড়ক অবরোধের ফলে বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীরা দুর্ভোগে পড়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৭টা থেকে ঢাকা-খুলনা ও ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা বাস স্ট্যান্ড, আলগি ও হামিরদি ইউনিয়নের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করছে আন্দোলনকারীরা। এদিকে মহাসড়কের এই অংশ এড়িয়ে বিকল্প পথ দিয়ে যানবাহন চলাচল করছে। ফলে গত দুই দিনের চেয়ে যানজটের পরিমাণ কিছুটা কম। বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান। জানা গেছে, ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগি ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর আসন-২ এর মধ্যে সংযুক্ত করার প্রতিবাদে তারা এই কর্মসূচি পালন করছে। পুনরবহল না হওয়া পর্যন্ত মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করে যাবে বলে...