সরকারি কর্ম কমিশন (পিএসসি)-এর সুপারিশের ভিত্তিতে এই নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিশ্চিত করেছেন। বর্তমানে, ২০২৪ সালের ১৮ নভেম্বর জারি করা একটি অধ্যাদেশ অনুযায়ী সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও করপোরেশনে চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ছিল ৩২ বছর। এই অধ্যাদেশের ফলে মুক্তিযোদ্ধার সন্তান, চিকিৎসক ও প্রতিবন্ধীরা অতিরিক্ত বয়সসীমার সুবিধা হারিয়ে ফেলেন—যা নিয়ে সারাদেশে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। চিকিৎসক ও প্রতিবন্ধীরা সরকারি চাকরিতে আবেদন করতে পারবেন ৩৪ বছর বয়স পর্যন্ত।কম্পিউটার ও প্রযুক্তি-সংশ্লিষ্ট কিছু নির্দিষ্ট পদে (পঞ্চম ও ষষ্ঠ গ্রেডে) বয়সসীমা থাকবে ৩৫ বছর ও ৪০ বছর।মুক্তিযোদ্ধা কোটাধারীদের সন্তানদের জন্য বয়সসীমা বাড়ানো হবে কি না,...